Header Ads

Header ADS

সেতু আছে রাস্তা নেই

 সেতু থাকলেও রাস্তা নেই।সেতুর একপাশে রাস্তা থাকলেও অন্য পাশে রাস্তা নেই। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। 

মুক্তাগাছা উপজেলার ১০ নং খেরুয়াজানী ও ৫ নং বাশাঁটি ইউনিয়নের মাঝে আইমন নদীর উপর এই সেতুটি নির্মাণ হয়, খরচ হয় ৭০ লাখ টাকা। সেতু তৈরি হলেও এর একপাশে নেই রাস্তা। অন্যদিকে খিলগাতী ও কুতুবপুর গ্রামের মানুষের চলাচলের জন্য তৈরি হয় এই সেতুটি। স্থানীয়দের অভিযোগ,খিলগাতী মোল্লাবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছোট ছোট ছেলে মেয়েদের যাতায়াতের অসুবিধা হচ্ছে ও অল্প একটু রাস্তা জন্য মুক্তাগাছা শহর জেতে ৪-৫ কিলোমিটার ঘুরতে হচ্ছে তাদের।

এ বিষয়ে ১০ খেরুয়াজানী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হারুনুর রশীদ হারুন সাহেব ও ৫ নং বাশাঁটি ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান বাবু উজ্জ্বল সাহেব ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

 

দ্রুত সমস্যা সমাধানের দাবী ভুক্তভোগীদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.